এস.এম. ইয়াছিন শামীম (পটুয়াখালী জেলা প্রতিনিধি)
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৈষম্য, অরাজকতা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)। এ দাবিতে বৃহস্পতিবার রেজিস্ট্রারের কাছে পাঁচ দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, ফ্যাসিস্ট আমল পরবর্তী এক বছর অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে এখনও চরম বৈষম্য ও অনিয়ম বিদ্যমান। ফ্যাসিজমের সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দপ্তরে বহাল থেকে ‘জুলাই বিপ্লব’কে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্র করছে।
সংগঠনটি তাদের পাঁচ দফা দাবিতে উল্লেখ করেছে—১) ফ্যাসিজমের সঙ্গে জড়িত শিক্ষক-কর্মকর্তাদের দায়িত্ব থেকে অপসারণ ও দোষীদের শাস্তি।২) কর্মকর্তাদের খণ্ডকালীন নিয়োগ স্থায়ীকরণ।৩) গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে শিক্ষকের পরিবর্তে সিনিয়র কর্মকর্তাদের দায়িত্ব প্রদান ও স্থায়ী নিয়োগ।৪) অর্থ ও হিসাব শাখায় ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিচার।৫) ১৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত।
জিয়া পরিষদ হুঁশিয়ারি দিয়েছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়িত না হলে তারা তদন্ত কমিশন হতে একযোগে পদত্যাগ, সাংবাদিক সম্মেলন, মানববন্ধনসহ কঠোর আন্দোলনে যাবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।