রুহুল আমিন ঢাকা জেলা প্রতিনিধি
রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা চাকরিজীবী মানুষ সপ্তাহে ছুটিতে ঘরমূখী হয়। রাজধানীর বাস,টার্মিনালে গত সপ্তাহে ছিলো মানুষের আনাগোনা এই সপ্তাহে আজকে (বৃহস্পতিবার) সপ্তাহিক ছুটিতে নেই তিন ভাগের এক ভাগ মানুষ যাত্রী শূন্য রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল। পরিবহন বাস মালিকরা বলেছেন গত সপ্তাহে যতগুলো যাত্রী টিকিট তার,অর্ধেকের চেয়েও কম,থাকায় টিকিট প্রতি ১০০ থেকে ২০০ টাকা কমে টিকিট বিক্রি হচ্ছে অর্থাৎ যেখানে দূর পাল্লার বাস গুলোর র্নিধারিত ভাড়া ৬৫০ টাকা সেখানে আজকে যাত্রী শূন্য থাকায় টিকিট বিক্রি হচ্ছে ৫০০থেকে ৫৫০ টাকায় কিন্তু গত সপ্তাহের তুলনায় আজকে একেবারেই নেই বললেই চলে আজকের চিত্রে বিকেল ৪:৫৬ মিনিটের দৃশ্যে দেখা যায়। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবহন গুলোতে ডেকে ডেকে যাত্রী তুলতে দেখা গেছে আজকের চিত্রে বিষয়টি নিয়ে পরিবহন মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদের সংশয় পড়তে হবে।টিকিটের মূল্য কম পাওয়ায় পরিবহন যাত্রীরা বলেছেেন বিগত দিনগুলোর চেয়ে আজকে টিকিটের মূল্য কম কিন্তু যাত্রী নেই তাই তাদের যাত্রা স্বস্তি হবে বলে জানিয়েছে তারা। এ দিকে রেল চিত্রে দেখা গেছে ভিন্নতার,চিত্র রেল যোগে দূর দূরন্তের মানুষ প্রশান্তির খোঁজে সপ্তাহের ছুটিতে পরিবহনের তুলনায় বেশি রেলকেই যে প্রধান্য দেয় তা দেখা মিলেছে আজকের উভয়ের চিত্রে। রেল যাত্রীদের,জিজ্ঞেস কর
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।