গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষীনগর গ্রামের পূর্ব তোয়াকুল ৮নং ওয়ার্ড যুব সংগঠনের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ আগষ্ট বিকেলে লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মুরব্বি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান এর সঞ্চালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খালেদ আহমদ। তিনি বলেন, বিগত ১৭ বছরের বিএনপি ও অঙ্গ সংগঠনের আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে ৫ ই আগস্ট। ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশের মানুষের উপর স্টিম রোরাল চালিয়েছিল। তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে ১৫ বছর দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। মুক্তিযুদ্ধের কথা বলে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ও তার সাঙ্গোপাঙ্গরা দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা ও তার দলবল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে।ছাত্র-জনতার আত্মত্যাগের কথা আমরা ভুলবো না। এখন আবার একদল জুলাই বিক্রি করে ক্ষমতার মসনদে যেতে চায়। এটা আমরা হতে দেবো না। ছাত্রজনতার আন্দোলন বৃথা হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুল মান্নান,তোয়াকুল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক রাশেদ আলী,ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সেলিম আহমদ,আলিম প্রতিনিধি মাওলানা বাহার উদ্দিন,যুবদল নেতা জামিল আহমদ,সংগঠনের সহ-সভাপতি নিজাম উদ্দিন,যুগ্মসাধারণ সম্পাদক আলিম উদ্দিন অর্থ সম্পাদক ফয়জুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক জুবের আহমেদ।
অনুষ্ঠানে পূর্ব তোয়াকুল ৮ নং ওয়ার্ড যুব সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।