মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল )
টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন বেরিবাইদ মাগন্তিনগর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়,
মাদক ছাড়ো বল ধরো মাঠে বিজয় অর্জন করো এমনই একস্লোগানে
শনিবার(১৬ আগস্ট২০২৫) বিকাল ৩ ঘটিকা টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন বেরিবাইদ ইউনিয়ন মাগন্তিনগর ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলার সভাপতিত্ব করেন, ইউপি সদস্য বেরিবাইদ ১-৩ ওয়ার্ড মেম্বার মিঃরুবেল(রিজিল)
উক্ত ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ১ মধুপুর ধনবাড়ি,আসন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী,লেপটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোঃ আসাদুল ইসলাম (আজাদ ) পি এস সি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মির্জা বাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসরাফুল ইসলাম( মাসুদ ) আরো উপস্থিত ছিলেন,কর্নেল আজাদ এর সমর্থিত হাজারো জনতা ও অসংখ্য গণমাধ্যম কর্মী।
খেলার পূর্ব মুহূর্তে প্রধান অতিথি (কর্নেল আজাদ )স্বাগত বক্তব্যে বলেন, আজ যুবসমাজ নেশার আক্রমণে সমাজ প্রায় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই যুব সমাজকে রক্ষার জন্য একমাত্র খেলাধুলা বিকল্প নেই। তাই খেলাধুলা উন্নতি উন্নতির বিশেষ প্রয়োজন।। এটা শুধু নেশা থেকে বিরত রাখে না এটি শারীরিকভাবে সুস্থ রাখার জন্য এক মাত্র হাতিয়ার বলে উল্লেখ্য করেন। তিনি আরো জানান, আমি পূর্বেও খেলাধুলার সার্বিক সহযোগিতা করেছি, বর্তমানেও করছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি মধুপুর ও ধনবাড়ী বাসীদের সেবার মান উন্নয়নে, সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আশাবাদ ব্যক্ত করেন। মাগন্তিনগর ফুটবল ফাইনাল খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্তি করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।