নওগাঁ ধামইরহাটে ১৬ আগস্ট এক বিশেষ অভিযানে ৫০পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী লাইলীকে আটক করেছে র্যাব।
আটককৃত মাদক ব্যবসায়ী লাইলীর বাড়ী ধামইরহাট উপজেলার অমরপুর হঠাৎ পাড়া গ্রামে তার বাবার নাম মৃত হাফিজুর রহমান।
র্যাব জানায় ১৬-০৮-২০২৫ তারিখ র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট-টু-জয়পুরহাটগামী পাঁকা রাস্তা দিয়ে যাত্রীবাহী ব্যাটারী চালিত ভ্যান যোগে মাদক পরিবহন করে জয়পুরহাটের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চেকপোস্ট স্থাপন করে। উক্ত মহিলা মাদক কারবারী বহনকৃত যাত্রিবাহী ভ্যানটি উক্ত চেকপোস্ট অতিক্রম করার সময় র্যাব সদস্যগণ ভ্যানের গতিরোধ করে আটক করে। আটককৃত মহিলার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, বাটন মোবাইল ফোন-১টি, এবং মাদক বিক্রয়ের নগদ ২৫৭০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মহিলা আসামি লাইলী এলাকায় চিহ্নিত মাদক কারবারী। তাকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে যাত্রীবাহী ভ্যান যোগে জয়পুরহাটে যাচ্ছিল। মাদক ব্যবসায়ী লাইলীর বিরুদ্ধে ধামইরহাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লাইলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।