মোঃ মোবারক হোসেন মহিন, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা'র দীঘিনালা উপজেলা বেলছড়ি গ্রামে হঠাৎ বিদ্যুৎ সার্কিট থেকে আগুন ধরে বসতবাড়ি সহ যাবতীয় মালামাল পুড়ে ছায় হয়ে গেছে ধারণা করছে এলাকাবাসী।
গত শনিবার/আগস্ট/২৫ইং বিকেল ৩ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
বেলছড়ি গ্রামের বাসিন্দা জালাল মাস্টারের এক মামা'র বাসায় ভাড়া থাকতো একই এলাকার দরিদ্র আব্দুর রহমান ৷
মূলত অনেক কষ্টে টাকা জমিয়ে জায়গা সহ একটি পুরাতন ঘর কিনেছিলেন জালাল মাস্টারের মামা।
কাজের সন্ধানে এলাকার বাহিরে থাকায় রহমান কে থাকতে দিয়েছিলেন জালাল মাস্টার।
ঘরে থাকা দৈনন্দিন জীবনে চলার সব কিছু পুড়ে যাওয়ায়, এলাকার যুব-সমাজের উদ্যােগে সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এলাকার নেতৃবৃন্দের তত্বাবধানে চাল,ডাল,তৈল,থালা-বাটি, হাড়ি-পাতিল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌছে দেওয়া হয়।
আগুনে পুড়ে যাওয়া ঘরটি মুলতঃ জালাল মাস্টার দেখাশুনা করতেন।
আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।
এলাকার যারা যারা এই মহুতি উদ্যােগে পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেচ্ছাসেবক দলের উপজেলা'র যুগ্ম-আহবায়ক মোঃ শরিফুল ইসলাম শাহিন।
নাম: মোবারক হোসেন মহিন
পদবী: দীঘিনালা উপজেলা প্রতিনিধি
মোবাইল: +৮৮০১৮২৪৭২১৪৬১.
রক্তের গ্রুপ: বি+
দীঘিনালা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।