পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১৮ আগষ্ট/২৫"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ও পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সহ জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “দেশের অর্থনীতির সঙ্গে মৎস্য খাত প্রত্যক্ষভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও রপ্তানিতে মাছ গুরুত্বপূর্ণ খাত। তাই নিরাপদ মাছ উৎপাদন ও সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এসময় সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।