রুহুল আমিন, ঢাকা প্রতিনিধি
দীর্ঘ দিন,রাতের টানা বৃষ্টিতে রপ্তানি নগরে ফিরে এসেছে বসবাস উপযোগী শহর,ফিরে পেয়েছে সবুজ সতেজ বায়ু।এর আগে পরিবেশ দূষনে ছেয়ে ছিলো রাজধানীর নগরীর দেয়াল, সব যায়গাতেই কম বেশি দূষণে পরিনত ছিলো রাজধানীর নগরী ফলে,প্রতি নিয়ত পরিবেশ দূষন সহ মানুষের মাঝে নানান রোগ জীবানু ছড়িয়ে পড়ত।এতে ঢাকায় বসবাসরত নিম্নবর্গের মানুষের জন্য জীবন যাপনে কষ্ট হতো,টাকা অভাবেই করাতে পারে না সঠিক চিকিৎসা ফলে এসব দূষন মরণ ব্যধিতে পরিনত হয়। সরকার কর্তৃক মানুষের সেবায় দেয়া দূর্ষন মুক্ত রাখার জন্য সিটি কর্পোরেশন কাজ করলেও প্রতি নিয়ত যে হাড়ে মানুষ কর্তিত দূষন হচ্ছে এগুলো রোধ হয়না যদি মানুষ নিজ নিজ সচেতনতার দায়িত্ব পালন না করে,দূষন নিয়ে গণপরিবেশ সংরক্ষণ বিশেষজ্ঞরা বলছেন দেশের জন্য সচেতনা বৃদ্ধির লক্ষ দল মত নির্বিশেষে সবাই এগিয়ে আসলেই দেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণ ও দূষণমুক্ত হবে। এত দিনে,রাতে অতিবৃষ্টি তার ফল আজ রাজধানীতে নগরীর বেশ কয়েকটি যায়গায় দেখা যায় বিগত দিনগুলোর চেয়ে পরিবেশ দূষন মুক্ত এবং সহনশীলতা তেরি হয়েছে অতিবৃষ্টি কারণে চার দিকে তাকালে সজীবতা সতেজ বায়ুতে রাজধানীতে নগীরগুলো ছেয়ে গেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।