নাবিল সাদিক, মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসের ২য় গেইটের যানজট নিরসনে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখা। ক্যাম্পাসের ২য় গেইটে ফুলের টব বসিয়ে বিভাজনের ব্যবস্থা করেছে সংগঠনটি।
ক্যাম্পাসের প্রবেশপথে যানবাহনের চলাচল ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন ছাত্রদল মাভাবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর নাইম বলেন, ফুলের টব বসানোর ফলে যেমন যানজট নিরসন হবে, তেমনি ক্যাম্পাসে প্রবেশের পরিবেশ হবে আরও সুন্দর ও নান্দনিক।
এ প্রসঙ্গে ছাত্রদল মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, শিক্ষার্থীদের চলাচলে যাতে ভোগান্তি না হয় এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য আমরা স্বেচ্ছাসেবী উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করেছি।
শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যানজট নিরসনে এটি কার্যকর ভূমিকা রাখবে এবং একইসঙ্গে সবুজ পরিবেশও তৈরি করবে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে এ ধরনের কার্যক্রম অন্য সংগঠনগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।