মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পতিত আওয়ামী দোসর শামীম মাষ্টার, ফরিদুল, নুরুল ইসলাম নুরু, রেজাউল, ফারুক, রানা গংদের বিরুদ্ধে মানববন্ধন করেন কাড়ালিয়া পুকুর পাড়ের অসহায় সুবিধা বঞ্চিতরা ।
মঙ্গল বার ১৯ আগস্ট সকাল ৯ টায় নিমগাছি বাজার চত্বরে এলাকার সুবিধাবঞ্চিতরা ও সাধারণ নাগরিক গণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন উপস্থিত দের মধ্যে একজন বলেন বিগত দিনের এই এলাকার চেয়ারম্যানের লোকজন তাদের পরিবারের লোকজনদের কে সদস্য বানিয়ে কাড়ালিয়া পুকুর সহ সরকারি অনেক ভুমি জবরদখল করে ভোগ করছেন অথচ এই পুকুরের পাড়ে যে সমস্ত গরিব অসহায় লোকজন বসবাস করেন তারাই মূলত এই পুকুর এর মাছ চাষ করে জীবিকা নির্বাহ করবে । সরকারের এই নীতিমালা কে ভুরুক্ষেপ না করে বিগত দিনের আওয়ামী দোসর দের শান্ডা পান্ডারা এই পুকুরের দখল নেয় এবং পুকুর পাড়ে বসবাস কারি গরীব অসহায় লোকজনের উপর মিথ্যা মামলা করে নির্যাতন করে আসছে।এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয় কিন্তু এর প্রতিকার কিছুই হয়নি। লোক জন এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আওয়ামী দোসর ভূমি দষ্যূদের সরকারি জমি দখলের বিচার চান ও তাদের গ্রেফতার দাবি করেন। সরকারের দেয়া এই সুবিধা ফিরে পেতে জোর দাবি জানান। তাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কথা বলেন। এসময় ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।