মোঃ কামরুল হাসান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে গন অধিকার পরিষদ পৌর ও ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট ছাত্র, যুব শ্রমিক ও গন অধিকার পরিষদ কাজিপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রাটি আলমপুর চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের দোতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন গন অধিকার পরিষদ কাজিপুর উপজেলা শাখার আহবায়ক আল আমিন বাবু।
প্রধানঅতিথির বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মমিন ফয়সাল। গন অধিকার পরিষদ কাজিপুর উপজেলা শাখার সদস্য সচিব হারুন অর রশীদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুর রহিম রুবেল, সিনিয়র যুগ্ম আহবায়ক জি এম খান জয়, জেলা ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি আবির হাসান সরকার, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন কায়েস প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা গন অধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।