নাবিল সাদিক, মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে শূন্য আসন পূরণের লক্ষ্যে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৪টি শূন্য আসনে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ২৬ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস’ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকার শেষে নির্বাচিত শিক্ষার্থীদের বিষয় বরাদ্দের ফল প্রকাশ করা হবে ২৬ আগস্ট সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ২৭ ও ২৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে কোনোভাবেই ভর্তি হওয়ার সুযোগ থাকবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকারে অংশ নিতে শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে পরীক্ষার হলে পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত এডমিট কার্ডের মূল কপি, এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, জাতীয় পরিচয়পত্র (না থাকলে জন্ম নিবন্ধন সনদ) এবং এসএসসি ও এইচএসসি নম্বরপত্রের মূল কপি।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://mbstu.ac.bd/admission/) পাওয়া যাবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।