নাম মো ইব্রাহিম হাওলাদার পিরোজপুর জেলা প্রতিনিধি
বরিশাল বৃদ্ধ আশ্ররমে দীর্ঘদিন ধরে অসহায় হয়ে পড়ে আছে। অসহায় বৃদ্ধ মায়ের পূনবাসন কল্যানের পরিচালক মোং সাখায়ওত হোসেন বলেন আমাদের বৃদ্ধ আশ্ররমে কোন সহযোগিতা আসে না। বৃদ্ধ মায়ের জন্য আমরা পথের দিকে চেয়ে আছি। আমরা চিন্তা করে এই বৃদ্ধ মায়ের জন্য এবং মায়ের স্থান বরিশাল কাউনিয়া হাউজিং, (ইসলামী ব্যাংক এর নিচ তালায়) বরিশাল সদর রোড। আপনার সামান্য দানের জন্য এক বেলা অসহায় বৃদ্ধ মায়ের খাবার হয়তে পারে আসেন আমরা সবাই মিলে অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়াই যে যা পারি,, (১০) টাকা (২০) টাকা( ৫০) টাকা( ১০০) টাকা (৫০০) টাকায় (১০০০) টাকা দান করি এই দান মায়ের আশীর্বাদে থেকে যাবে
দেশবাসী সকলের কাছে সাহায্য অনুরোধ করছে মোং সাখায়ওত হোসেন বৃদ্ধ আশ্রমের জন্য তাই বৃদ্ধ আশ্ররমটি শূন্যের পথে বয়সেছে
অতএব: মানবিক কাজে এগিয়ে আসার জন্য দেশবাসীর কাছে অনুরোধ রইলো বরিশাল কাউনিয়া হাউজিং (ইসলামী ব্যাংকের নিচতলায়) সদর রোড অসহায় বৃদ্ধ আশ্ররম
জন্য কোন সহযোগিতা পায় না তাই তারা ক্ষুধায় কান্নায় ভেঙ্গে পড়ছে এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে
বরিশাল বৃদ্ধ মায়েদের সাথে যোগাযোগের নাম্বার দেওয়া হলো:
বিকাশ নাম্বার:
WhatsApp number :
01726713172
01916900254
জানা গেছে যে, বরিশাল বৃদ্ধ আশ্রমের মায়ের জন্য অনুরোধ রইলো সাহায্য না করতে পারলে শেয়ার করে দেন আপনার কারণে অসহায় একটি মায়ের পাশে এসে আপনে বা অন্য কেউ দাঁড়াতে পারে প্লিজ অনুরোধ রইলো শেয়ারের জন্য
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।