মোঃ কামরুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কলামুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সালামের বিরুদ্ধে অনৈতিক, অশোভনীয় আচরণের বিচার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের দুই জন সহকারী শিক্ষিক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মো. আব্দুল সালাম বিদ্যালয়ে আসলে প্রতিদিন তাঁর বসার চেয়ার পরিস্কার করে চা দিতে বলেন সহকারী এক শিক্ষিকাকে। বিদ্যালয়ের দুটি ল্যাবটপ তার ছেলে মেয়ে ব্যবহার করেন আর স্কুলের অনলাইনের সকল কাজ তিনি বাহিরে কম্পিউটারের দোকানে গিয়ে করতে বলেন। কোন কাজের চাপে না করলে প্রধান শিক্ষক অকথ্য ভাষায় গালাগালি এবং অশালিন আচরণ করেন শিক্ষকদের সাথে। তিনি বিভিন্ন সময় শিক্ষিকাদের তাঁর নিজের বাড়ি এসি রুমে গিয়ে কাজ করার কূপ্রস্তাব দেন। এছাড়াও তিনি শিক্ষার্থীদের ফকিন্নির ছেলে-মেয়ে বলে গালি দেন। এনিয়ে শিক্ষকগণ তাড়াশ শিক্ষা অফিসারের কাছে মৌখিক অভিযোগ করায় প্রধান শিক্ষক ওই শিক্ষকদের খারাপ আচরণ, চরম মূল্য দিতে হবে বলে হুমকি দেন। শিক্ষকদের সাথে এমন আচারণ করার কারণে ওই স্কুলে শিক্ষকগণ থাকতে চায় না। পাশাপাশি তিনি বলেন কোন অফিসারের বাপের সাধ্য নেই তাকে বদলী করার।
এ দিকে সোমবার (২৫ আগস্ট) বেলা ১২টার কলামুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্ত করতে আসলে স্থানীয় লোকজন ওই প্রধান শিক্ষককের অপসরণ দাবী করে মিছিল করেন।
সাদিয়া নামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জানায়, আমাদের প্রধান শিক্ষক আব্দুস সালাম স্যার আবু সাইদ নিয়ে সুটিং করার বলেছিল কিন্তু আমরা না পারা আমাদের মারছে। তিনি আরো বলেন, চারুকারু পরীক্ষার সময় আমরা যে ঝাড়–, ছাপ্টা নিয়ে আসি সেগুলো সব উনার বাড়িতে গিয়ে
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।