এমডি রিয়াজুল ইসলামঅনলাইন রিপোর্টার নেছারাবাদ, পিরোজপুর।
২৬/০৮/২০২৫ইং৬ নং দৈহারী ইউনিয়ন এর ৯ নং ওয়াড এর ফজর আলীর হাওলাদার ( ৫০)এর ছোট ছেলে মো:সাকিব হাসান (১৬)রাত ১২:৩০ মিনিট তারিখ :২৫/০৮/২০২৫ সুপারি চুরি করতে গেলে হাতে-নাতে আটক করে স্থানীয় কিছু যুবক। সাকিব বলেন সে চুরি করার কিছু সময় আগেও মাদক(গাজা) সেবন করেন।
কথিত আছে সে (সাকিব হাসান) দিনের বেলায় একটি চক্রের সাথে মাদক বিক্রির সাথেও জরিত।
গ্রামবাসীর ভাষ্যমতে, ফজর আলীর বড় ছেলে মোঃ রাকিব (১৮)অতিরিক্ত মাদক সেবনের কারণে দীর্ঘদিন মানসিক রোগীতে পরিণত হয়।
অনেক চিকিৎসার পরে বর্তমানে সে কিছুটা স্বাভাবিক আছে।
পুলিশ এর আগে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেন। কিন্তু তাতেও কোন পরিবর্তন হয়নি। দৈহারীতে রমরমাট মাদক ব্যবসা চলছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।