রুহুল আমিন,ঢাকা জেলা প্রতিনিধি
শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ অভি মুখে যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধা আসলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি শুরু করলে পুলিশ যমুনার অবি মুখে প্রটোকল ভেঙে যাত্রা শুরু করলে পুলিশ শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে,শিক্ষার্থীর মধ্যেধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। মুহূর্তে পুলিশ শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করে দেয়।
পুলিশ শিক্ষার্থীদের উপর কয়েক দফায় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।বুধবার দুপুরে আনুমানিক ২টা নাগাদ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই এই ঘটনা ঘটে,এরপর শিক্ষার্থীরা সেখান থেকে সরে আসেন। এর আগে টানা তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা, তাদের স্লোগানের মধ্যে রয়েছে,আপস না সংগ্রাম,সংগ্রাম, সংগ্রাম, ‘কোটা না মেধায়,মেধায় মেধায়, সবার মুখে এক সুর ডিপ্লোমা টেকনিশিয়ান,অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই,কোটার নামে অবিচার, বন্ধ করো,কোটা প্রথা ভেঙে দাও,মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও।প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ২.ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ৩.দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়াই ছিলো তাদের একান্ত দাবি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।