 
     সাইফুল ইসলাম রায়পুর (উপজেলা প্রতিনিধি)
সাইফুল ইসলাম রায়পুর (উপজেলা প্রতিনিধি)
 রায়পুর উপজেলার ১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন হায়দারগঞ্জের ৬নং ওয়ার্ডে
মেঘনার পাড়ে বসবাসরত, অনেক জেলে দিনমজুর, তাদের একমাত্র কাজ হল মেঘনার বুকে ভেসে ওঠা চরের ঘাস কেটে,নদীর কিনারে এনে তা বিক্রি করে নিজেদের সংসার চালানোর একমাত্র মাধ্যম,, ২০২৪ সালের সাল থেকেই মেঘনা নদীতে মাছ একটু কম পাওয়া যায়, যার কারনেই এলাকার অনেক জেলে বিভিন্ন সংস্থার কাছে ঋণী হয়ে গিয়েছে, কেউ কিস্তি নিয়েছে কিন্তু কিস্তি পরিশোধ করতে পারতেছে না, কেউ আবার বিভিন্ন জায়গা থেকে টাকা এনেছে কিন্তু টাকা পরিশোধ করতে পারে না, কেননা নদীতে মাছ কম থাকায় তাদের পরিবার চালাতে হিমসিম খেতে হয়,  এবং নদীতে গেলে অনেক সময় দেখা যায়, নৌকার যে স্বাভাবিক একটা খরচ, সে খরচ ওঠে না, তেলের দোকানদারের কাছেই দিনদিন তাদের ঋণ বেড়েই চলেছে,, এক হাঁটে বাজার করতে পারলেও অপরহাটে বাজার করার মতো পরিস্থিতি তাদের কাছে থাকে না, মনে হয় যেন এই এলাকার মানুষদের ১৯৭৪সালের মানুষদের মতো সেই করুন অবস্থা ফিরে এসেছে, সেই কারণেই অনেক জেলে চলে গিয়েছেন বিভিন্ন স্থানে, কাজের খোঁজ করার জন্য, যেমন কেউ ঢাকা চট্টগ্রাম সিলেট ইত্যাদি অঞ্চলে, কেউ আবার এলাকায় থেকে নদীর পাড় থেকে এবং নদীর চর থেকে ঘাস কেটে এনে জীবিকা উপার্জন করছে,,,
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।