মির্জা ফখরুল (ঢাকা জেলা,প্রতিনিধি)
দেশ,দ্রুত সংস্কারের জন্য দ্রুত নির্বাচন জরুরী বলে মনে করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সাবেক প্রধানমন্ত্রীর ১৬ বছরের শাসন সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে জাতীয় শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ''রক্তাক্ত'' জুলাই শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন,তিনি আরও বলেছেন,
আমরা গণতান্ত্রিক উত্তরণ রোডম্যাপের অপেক্ষা করছি। রাজনৈতিক দলগুলো এগিয়ে এলে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।
তিনি আরও জানান,একসময় হতাশার কথা বলেছিলেন বলে কাছের মানুষদের ভর্ৎসনা শুনতে হয়েছিলো" আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে মন্তব্য করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন,মনে করবেন না ক্ষমতায় চলে এসেছেন আপনারা, ক্ষমতার কাছেও আসেননি। মনে করবেন অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র রয়েছে আপনাদের পিছনে ।ভালো কাজ দিয়েই এগিয়ে জনগণের কাছে যেতে হবে। এসময় তিনি আরও বলেন,রাজনীতিতে মতভেদ স্বাভাবিক হলেও বর্তমান পরিবেশে মানুষ বিভ্রান্তিতে ছড়িয়ে পড়ছে ও নির্বাচনের বিষয়ে তাদের মধ্যে দিন যত যাচ্ছে ততই আতঙ্ক তৈরি হচ্ছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন হওয়ার ওপর গুরুত্ব দিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ; তিনি বলেন,এর বিকল্প কিছুই নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও হবে সেই সঙ্গে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা আরও বাড়বে। বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফেরানোর চেষ্টা চলছে।
সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সংস্কারের কথা বিএনপিই সর্বপ্রথম বলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। অথচ অনেকেই বলতে চাইছে বিএনপি সংস্কারবিরোধী।বাস্তবে সব সংস্কারই বিএনপির হাত ধরে এসেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।