মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গলে দক্ষিণ উত্তর সুর, সুইগড় রামনগর, এই রাস্তা দিয়ে ৩টি এলাকার মানুষ আসা যাওয়া করে, এবং মালামাল মিশুক টমটম সিএনজি ও টেংটার পিকাপ বড় গাড়ী নিয়ে এই রাস্তায় চলাচল করে, জনপ্রতিনিধি ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ দুধু মেম্বার সাহেব রাস্তাটি ইট সিলিং করে দেন, বন্যার পানিতে রাস্তাটা ভেঙে নিয়ে যায় , এই রাস্তায় প্রতি দিন টমটম উল্টে যায়, রোগীদের নিয়ে যেতে সমস্যা সাধারণ মানুষ রাত্রি বেলায় চলাচল করা কষ্ট হয়, অদ্য-৩০ আগষ্ট,মানবিক মর্যাদায়,এগিয়ে আসেন এলাকার মুরুব্বি যুবক উদ্যোগ নেন, মোঃ মনা মিয়া,মন্তাজ মিয়া,নুরুল ইসলাম,মাহবুব মিয়া,সেলিম,পারভেজ, সুমন, ও দক্ষিণ বাগ এলাকা বাসী প্রমুখ।
বক্তব্যে মোঃ মন্তাজ মিয়া, বলেন এই রাস্তা সবার দরকার, এইখানে একটা গাইড ওয়াল দরকার, নুরুল ইসলাম ও মাহবুব মিয়া, গাইড ওয়াল না হলে রাস্তা ঠিকবেনা, আমরা সবার সহযোগিতা চাই, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কিছু আর্থিক সহযোগী করছেন,
সবাই এগিয়ে আসুন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।