স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (০২ সেপ্টেম্বর ২০২৫) শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী ও এএসআই (নিরস্ত্র) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর ৩০৯/১৯ (শ্রীমঙ্গল) মামলায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি তানভীর হোসেন ইসলাম (পিতা- চুনু মিয়া, সাং- ক্যাথলিক মিশন রোড, শ্রীমঙ্গল) এবং সিআর-৩২৮/২৪ (শ্রীমঙ্গল) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাকিব মিয়া (২৬), পিতা- রহিম মিয়া, সাং- সাইটুলাবস্তি, শ্রীমঙ্গল কে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।