ইয়াসিন আহমেদ শরিফ (স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার)
মৌলভীবাজারের নবজাগরণ ব্লাড গ্রুপ এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর ২৫) জুরি ছোট ধামাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ২৮০ জনেরও বেশি শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক-শিক্ষিকা এবং নবজাগরণ ব্লাড গ্রুপ মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা মাহিন আহমদ ইব্রাহিম ও জুবায়েল আহমেদ। এছাড়া সংগঠনের উপদেষ্টা মাহিম আহমেদ, সভাপতি জাকির হোসেন রানা, সহ-সভাপতি আঁখি আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাদিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক তানজিদ রহমান, সহ-সম্পাদক লিকছন আহমেদ প্রমুখ
সংগঠনের সভাপতি জাকির হোসেন রানা বলেন,
“আমাদের সংগঠনের মূল কাজ মানুষের সেবা করা। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয় সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নবজাগরণ ব্লাড গ্রুপ একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন।”
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।