মোঃ মোবারক হোসেন মহিন:দীঘিনালা (খাগড়াছড়ি)প্রতিনিধি:
আজ আরবি ১২ রবিউল আউয়াল প্রতি বছর হিজরি বর্ষ অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।
৫৭০ খ্রিস্টাব্দের হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ মক্কার কুরাইশ বংশে মহানবী হজরত মুহম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই তিনি মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পৃথিবীর মুসলমানরা পালন করে।
তারই ধারাবাহিকতায় শনিবার (৬ই-সেপ্টেম্বর) সকাল ৮টার সময় নবী মুহাম্মদ (সাঃ) এর আশেকানরা দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউঃ বাজার থেকে জনসমূদ্র নিয়ে জুলুস উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ও জনপদ বিভাগের মাঠে এসে সমবেত হয় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান এবং জুলুস এর সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আসলাম উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত মাওলানা শাহ সূফী জয়নাল আবেদীন আল কাদেরি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।এতে স্বাগত বক্তব্য দেন মাওলানা শাহজাহান সিরাজ।
মিলাদ ও দোয়ার শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্দোগে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন সাধারণ ছুটি পালিত হয়।
নামঃ মোবারক হোসেন মহিন
মোবাইলঃ ০১৮২৪৭২১৪৬১.
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।