আসাদুজ্জামান,প্রতিনিধি, কুড়িগ্রাম:
০৭.০৯.২০২৫ খ্রি.চার দফা দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। আজ রোববার(৭ সেপ্টেম্বর) সকাল থেকে কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ কার্যালয়ের চত্বরে এই কর্মসূচি শুরু হয়। দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন কর্মকর্তা-কর্মচারীরা।
এসময় আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া কর্মকর্তাদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চললেও বিদ্যুৎ মন্ত্রণালয় তা বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং আন্দোলনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বদলি, বরখাস্ত ও চাকরিচ্যুতির মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি ও বোর্ডের মধ্যে দীর্ঘদিনের অর্ন্তদ্বন্দ্বের সমাধানে একাধিকবার কমিটি গঠন ও আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো বাস্তব অগ্রগতি হয়নি। বরং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে।
তারা দাবি করেন, পল্লী বিদ্যুৎ সমিতির কাঠামোগত সংস্কার এবং আরইবি-পিবিএস একীভূত করে কোম্পানি গঠন করতে হবে। একই সঙ্গে সকল অনিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিত করতে হবে। বরখাস্ত ও বদলি হওয়া কর্মকর্তা-কর্মচারীদের আগের কর্মস্থলে পুনর্বহাল, চাকরিচ্যুতদের চাকরিতে ফিরিয়ে নেওয়ার দাবিও জানান তারা।
এ ছাড়া, শহীদ মিনারে পূর্বের কর্মসূচিতে অংশ নিতে না পারা পাঁচজন লাইনক্রুকে আগের কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি ওঠে। দুর্নীতির অভিযোগে যেসব কর্মকর্তা-কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কর্মরত, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।
আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম।
০১৭১৮৬৮৫৪০৮
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।