মোঃ কামরুল ইসলাম,(সিরাজগঞ্জ প্রতিনিধি)
সিরাজগঞ্জে,তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে- সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলায় কাজিপুর উপজেলাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে রায়গঞ্জ উপজেলা সেমিফাইনালে উন্নতি হয়েছে।
সোমবার (৮সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে- উক্ত খেলায় প্রায় ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে নির্ধারিত নব্বই মিনিটের খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের সময় ও দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটের সময় রায়গঞ্জের ফরোয়ার্ড মারুফ ( ২০) মোট ২ টি গোল করেন এবং দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় ফরোয়ার্ড পায়েল ( ১০) ১টি গোল করেন। অন্যদিকে প্রথমার্ধের ৪০ মিনিটের সময় কাজিপুরের পক্ষে একমাত্র গোলটি করেন মঈদুল ইসলাম ( ২৭)
প্রতিপক্ষের আক্রমণের কয়েকটি শর্ট দুর্দান্তভাবে সেফ করে দলের বিজয়ে গুরুত্বপূর্ণ পারফরমেন্সের কারণে রায়গঞ্জ উপজেলা গোলকিপার আব্দুল হান্নান ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। তার হাতে ক্রেস্ট তুলে দেন রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন কবির এবং ৭ সেপ্টেম্বর তারিখের খেলার ম্যান অব দি ম্যাচ সদর পৌরসভা গোলকিপার আবুল কাসেমের হাতে ক্রেস্ট তুলে দেন কাজিপুর উপজেলার নির্বাহীকর্মকর্তা ( ভারপ্রাপ্ত) নাঈম জাহান সুমাইয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী, প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থা'র আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট ও সজিব সরকার। খেলার ধারাবর্ণনায় ছিলেন, ধারাভাষ্যকার খোরশেদ আলম ও প্রভাষক আব্দুল্লা আল মামুন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।