রায়হান শেখ, মোল্লাহাট, (বাগেরহাট প্রতিনিধি)
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় একটি মৎস্য ঘরে অজ্ঞাত কারণে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩ লাখ টাকার চিংড়ি ও সাদা মাছ মারা গেছে।
মাছের ঘেরের মালিক অশেষ কুমার মন্ডল জানান, “৭ সেপ্টেম্বর রাত প্রায় ১০টার সময় আমি ঘেরে সবকিছু ঠিক দেখেছি। কিন্তু পরের দিন সকাল ৬টার দিকে গিয়ে দেখলাম অধিকাংশ মাছ মৃত এবং বাকি মাছ অসুস্থ। আমি সন্দেহ করছি পূর্বশত্রুরা ঘরে বিষ প্রয়োগ করেছে।”
অশেষ কুমার মন্ডল বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে মোল্লাহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
মোল্লাহাট থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে থানা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।