যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন
যশোরের শার্শায় ১২ কেজি গাঁ-জাসহ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার ১০ সেপ্টেম্বর শার্শা থানাধীন রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের কওছার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রামচন্দ্রপুর এলাকায় জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁ-জা জব্দ করে।
এসময় বসত বাড়িতে গাঁজা সংরক্ষণের অপরাধে জুলফিকার আলী ভুট্টোকে আটক করে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদ-কদ্রব্য নিয়-ন্ত্রণ আইনে মামলা রুজু করে’ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।