ডেক্স নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে শিবির এবং প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগের পরে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-জাকসু নির্বাচনেও শিবির ও প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল সাহ প্রায় সবগুলো প্যানেল।
ডাকসুর নির্বাচনের মতোই একজনের ভোট অন্যজন দিয়ে দেয়া, আগে থেকেই ভোট দেয়া ব্যালট, বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন, প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে আজ জাকসু নির্বাচনেও।
সবগুলো প্যানেলেরই অভিযোগের আঙ্গুল শিবিরের দিকে।
এদিকে বিপ্লব পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় গুলোর এরকম ভোটের পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচনে কিছুটা হলেও প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকে।
অন্যদিকে ২০২৪ এর বিপ্লব পরবর্তী সময়ের নির্বাচন গুলোতে কারচুপি ও ভোটারদের ভোটাধিকার কেড়ে নেয়া জুলাই বিপ্লবের চেতনার সাথে বেঈমানী বলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেয়া অনেক ছাত্র-জনতা!
উল্লেখ্য বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ডাকসু নির্বাচনে তেমন কোন কারচুপির অভিযোগ না থাকলেও জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন গুলোতে জনগণের ভোটাধিকার হরনের অভিযোগ রয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।