মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
কাজ নাই মজুরি নাই নিরাপত্তা পহরী অধিকার পরিষদ আমাদের দাবি যদি অতি শীঘ্রই না মানা হয় তাহলে আমরা তাদের মত গণ ছুটিতে যেতে বাধ্য হব।
কাজ নাই মজুরি নাই নিরাপত্তা পহরি যদি ইনডোর উপকেন্দ্র কোন সমস্যা হয় তার দায়বারBREB কে নিতে হবে।
নিরাপত্তা প্রহরী অধিকার পরিষদ তারিখঃ(০৯ সেপ্টেম্বর ২০২৫ইং) চূড়ান্ত নির্দেশনা দেন, গভীর উদ্বেগের সাথে জানানো হয়েছে যে, আরইবি-পিবিএস বিদ্যমান সংকট নিরসনে বারবার অনুরোধ করা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আজবধি সমস্যা সমাধানের কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়নি,
বরং ১৪কোটি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের পক্ষে, ভঙ্গুর মালামাল ও নিম্নমানের মিটারের মাধ্যমে বিআরইবি কর্তৃক সৃষ্ট জনগণের ভোগান্তির বিরুদ্ধে তৈরি হওয়া শান্তিপূর্ণ এই আন্দোলন ০৯ সেপ্টেম্বর ২০২৫ইং) তারিখে আরইবি প্রদত্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে দমন পীড়নের মাধ্যমে ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে,
বিদ্যুৎ বিভাগ কর্তৃক জারিকৃত পত্রের কারণে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা- কর্মচারী চরম ভাবে বিক্ষুব্ধ হয়েছে, বিরাজমান অবস্থায় কর্মপরিবেশে নিরাপত্তা না থাকায় আগামীকাল (১০ সেপ্টেম্বর, ২০২৫খ্রিঃ তারিখে পূর্বের ন্যায় স্টেশন ত্যাগের মাধ্যমে গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে। গণছুটিতে থাকা সত্ত্বেও জনভোগান্তি বিবেচনায় আমাদের কিছু সংখ্যক লাইনক্রুগণ উপকেন্দ্রসহ গ্রাহক সেবা সচল রেখেছিল, তথাপি পল্লী বিদ্যুতায়ন বোর্ড স্থানীয় ইলেকট্রিশিয়ান, ঠিকাদার এবং আরইবি'র নিজস্ব জনবলের মাধ্যমে লাইন চালু রাখার বিষয়টি বিদ্যুৎ বিভাগকে অবহিত করায় সমিতির কারিগরি জনবলের প্রয়োজনীয়তাকে প্রশ্নবিদ্ধ ও বিক্ষুব্ধ করা হয়েছে।
যেহেতু আরইবি নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ এবং লাইন সচল রাখার দায়িত্ব নিয়েছে সুতরাং আগামিকাল থেকে কারিগরি বিভাগ সহ সকল স্তরের কর্মকর্তা- কর্মচারীকে সর্বাত্মক গণছুটি কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হলো,
আরও বলেন, কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে তার দায় দায়িত্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে বহন করতে হবে।
নিরাপত্তার স্বার্থে সংকট সমাধান না হওয়া পর্যন্ত সকল লাইনক্রুকে স্টেশন ত্যাগ ও কর্মস্থলে না ফেরার জন্য চূড়ান্ত নির্দেশনা প্রদান করেন। টেকসই ও মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিতে দুর্নীতিবাজ প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে অবাঞ্চিত ঘোষণা পূর্বক পল্লী বিদ্যুৎ সমিতি সংস্কারে সাধারণ জনগনের সহযোগিতা একান্ত কাম্য।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।