রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে তালা কাটার সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ছয়টার দিকে উপজেলার সিকদার ইদ্রিস আলী সুপার মার্কেটের ভেতর থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মার্কেটের ভেতরে প্রবেশ করে তালা কাটার চেষ্টা করছিল দুই যুবক। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া করে তাদের আটক করে। তাদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পরে আটক দুই যুবককে জনতা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।