মোঃ রায়হান মিয়া (কচুয়া চাঁদপুর প্রতিনিধি)
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বিগত ১৫ বছরে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছিল। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল।’
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ।
তিনি আরও বলেন, ‘একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে ২৫ দফা শিক্ষাখাত ও ৩১ দফায় পরিবেশ রক্ষার উন্নয়নে উল্লেখিত। আমরা তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের, জাহাঙ্গীর আলম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মনু মিয়া, শিক্ষক ইব্রাহিম খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও ডায়েরি তুলে দেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। এ সময় প্রধান অতিথি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।