মোঃ মেহেদী হাসান রানা (ঢাকা প্রতিনিধি)
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সময়ে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ন্যাশনাল ল ফেস্ট ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী গত সরকারের আমলে প্রতি বছর প্রায় ১৯ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এই অঙ্ক দেশের তিনটি বার্ষিক বাজেটের সমান।
তিনি জানান, পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকার ইতিমধ্যে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।
বার কাউন্সিল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও ৫০ জন বিচারক অংশ নেন।
আয়োজকদের মতে, উৎসবের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরের দক্ষতা বৃদ্ধি, আইনচর্চা ও নীতিনির্ধারণে অংশগ্রহণ, পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক জোরদার করা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।