মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শারদীয় দুর্গোৎসব ঘিরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ ও লালবাগ এলাকার রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি সদর ইউনিয়নের ৫নংওয়ার্ডের সবুজবাগ, লালবাগসহ আশপাশের একাধিক এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগিতা রাস্ডা পরিদর্শন করেন,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ ও ৫নং ওয়ার্ডের সদস্য পিয়াস দাশ, পরিদর্শনকালে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশেষ করে সবুজবাগ এলাকার মানুষ রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, বর্ষাকালে কাদা-পানি ও গর্তে ভরা রাস্তায় চলাচল করা আরও কষ্টকর হয়ে ওঠেছে। উপজেলা নির্বাহী অফিসার এসময় পূজার আগে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। পূজা উপলক্ষে যাতে কেউ ভোগান্তিতে না পড়ে, সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, দুর্গোৎসব শুরুর আগেই যদি এই রাস্তা সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন হয়, তবে এ সমস্যা থেকে এলাকাবাসী মুক্তি পাবেন এবং দুর্গা পুজা উৎসব হবে আরও আনন্দমুখর।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।