মাহফুজুর রহমান উপজেলা প্রতিনিধি সিংড়া ( নাটোর) :
নাটোর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম সিংড়া থানা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় তিনি সিংড়া থানা চত্বরে পৌঁছান।
পুলিশ সুপার হাজতখানা, মালখানা, নারী ও শিশু সহায়তা ডেস্ক, ডিউটি অফিসারের কক্ষ, অফিসার ও ফোর্সের ব্যরাকসহ থানা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি সিংড়া থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে প্রত্যাশিত সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন।থানার অনলাইন জিডি, থানার মূলতবী মামলা নিষ্পত্তি উপর গুরুত্বারোপসহ নারী ও শিশু নির্যাতন মামলার যথাযথ পুলিশ রিপোর্ট প্রদানের নির্দেশনা দেন।
এছাড়াও তিনি থানার সকল অফিসার এবং ফোর্সের সাথে মতবিনিময় করেন। তাদের সমস্যা শুনে সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন।
এসময় সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুজ্জামান, উপপরিদর্শকবৃন্দ, সহকারী উপপরিদর্শকবৃন্দ, বিশেষ শাখার সদস্য ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।