নদীমাতৃক বাংলার চিরন্তন ছবি আঁকা নিভৃত পল্লী ছারছীনা। বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত নেছারাবাদ উপজেলার সদরে অবস্থিত ছারছীনা দরবার শরীফ। সন্ধ্যা নদীর তীরবর্তী অজপাড়া গ্রামটি বর্তমানে লাখো আল্লাহ প্রেমিক, আসকে রাসূলের প্রানের জায়গা।
এই দরবারে নির্মিত হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মিনার ছারছীনা দারুসসুন্নাত মিনার ।
মিনারের উচ্চতা ৩১৭ ফিট, যা কি-না প্রায় ৩০ তলা ভবনের সমান। বাংলাদেশে বরিশালের পিরোজপুরের নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে নির্মাণ করা হচ্ছে এই মিনার। সবকিছু ঠিকমতো শেষ হলে এটি হবে বাংলাদেশের উঁচু মিনার। এ শৈল্পিক ধর্মীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে ছারছীনা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা ও দরবারের মুহিব্বিদের উদ্যোগে। নির্মাণাধীন এ মিনার বাংলাদেশকে বিশ্বে নতুনভাবে পরিচিত করে তুলবে।
পূন্যভূমি ছারছীনায় দেশি-বিদেশি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে।
মিনারের পাশপাশি দেশের অন্যতম বড় মসজিদও নির্মানকরা হচ্ছে ।
ছারছীনা দরবার শরীফের মাদ্রাসায় পড়ুয়া ছাত্র মোঃ হামিম স্বাধীন সূর্যোদয় কে জনায়, ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর কেবলা হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ রহমাতুল্লাহ এর ইচ্ছে ছিল এই মিনার তৈরি করা। এর ধারাবাহিকতায় বর্তমান পীর সাহেব ও লাখো মুরিদ এর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে এই মিনার।
এটি বাংলাদেশের জন্য এবং ছারছীনা দরবার শরীফের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।