সেলিম হোসেন মায়া (খাগড়াছড়ি প্রতিনিধি):
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় জব্দকৃত কাঠ সমূহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৯২ ঘনফুট কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ১,১৪০০০ টাকা।
বিজিবি সুত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ , চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।
এলাকাবাসীরা জানায়, পাহাড়ে অবৈধ ভাবে বন উজার প্রক্রিয়া বন্ধে বিজিবি- র এমন উদ্যোগ প্রসংশনীয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।