মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চামচরণপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. শামসুল আলম (৪২) মহাদেবপুর থানায় লিখিত অভিযোগে জানান, তাঁর শরিকান আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে একই এলাকার মো. সাইদুর রহমান, মো. এমদাদুল, মো. একরামুল বাবু, মো. রাসেল, মো. সানোয়ার, মো. এরফান, মো. আকলেছার বাবুসহ আরও কয়েকজন লোকজন নিয়ে লাঠি, রড ও হাসুয়া নিয়ে তাঁর বাড়ির খলিয়ানে প্রবেশ করে গালিগালাজ শুরু করে।
অভিযোগে বলা হয়, বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বসতবাড়ির টিনের বেড়া ও মাটির দেয়াল ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে গ্রামবাসী এগিয়ে এসে শামসুল আলম ও তাঁর পরিবারকে উদ্ধার করে। বর্তমানে তিনি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিবাদীরা বসতবাড়ি দখল করে পাশে থাকা জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে এবং পরিবারকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। ভুক্তভোগী জরুরি আইনি সহায়তা প্রার্থনা করেছেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো: শাহিন রেজা জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।