সোহেল রানা ( নওগাঁ )প্রতিনিধি।
আর মাত্র কথদিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।
প্রতিমা কারিগর উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের সুরেশ চন্দ্র মহন্তের সঙ্গে কথা বলে জানা গেছে,এ বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে সময় স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।
কারিগররা জানিয়েছেন, প্রতিমার কাঠামোর উচ্চতা ও নকশার ওপর নির্ভর করে এ বছর সর্বনিম্ন ১৮ থেকে ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৮ থেকে ৩০ হাজার টাকায় প্রতিমার অর্ডার নিয়েছেন। চাহিদা বেশি থাকায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেড়েছে বলেও জানান তারা। তার হাতে এবার উপজেলার ৮ টি মণ্ডপে প্রতিমা তৈরি হচ্ছে।
উপজেলা প্রসাদপুর, কামারকুড়ি, ছোট বেলালদহ, বুড়িদহ,কুসুম্বা,দেলুয়াবাড়ি, কালিগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কা জ পুরোদমে চলছে। সহগামী প্রতিমাগুলোর(লক্ষ্মী,সরস্বতী,কার্তিক,ময়ূর,পেঁচা) কাজ প্রায় শেষ হলেও মূল প্রতিমা দেবী দুর্গার কাজ এখনো চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা শেষ করতে পরিবার-পরিজনকে নিয়েই রাত জেগে কাজ করছেন কারিগররা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।