মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল )
টাঙ্গাইল মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের চাকন্ড এলাকায় ইয়াবা সেবনের দায়ে রবিউল (২৮) নামের এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এই অপরাধে দন্ড প্রদান করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। গ্রেপ্তার রবিউল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইয়াবাসেবী রবিউল মাদক সেবনের পর পরিবারের সদস্যদের ওপর চড়াও হতেন। নানা দুর্ব্যবহার করেন।
বাবা-মা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাকে আটক করে মোবাইল কোর্টে হাজির করা হয় এবং তাৎক্ষণিক বিচার শেষে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় অভিযানে সহায়তা করেন মধুপুর থানা পুলিশের সদস্যরা।
কারাদণ্ড ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করা হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।