মোঃ রাকিব হাসান, (পঞ্চগড় জেলা প্রতিনিধি)
মা—শিশুর জীবনের প্রথম আশ্রয়, প্রথম ভালোবাসা, প্রথম নিরাপদ ঠিকানা। অথচ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর ডাঙ্গাপোড়া গ্রামের এক নবজাতক জন্মের মুহূর্তেই সেই স্নেহময়ী মায়ের স্পর্শ হারিয়ে ফেলেছে। প্রসবকালীন জটিলতায় গত ২১ সেপ্টেম্বর শিশুটির মা মৃত্যুবরণ করেন। পৃথিবীর আলো দেখা মাত্রই এতিম হয়ে যাওয়া এই নবজাতকের কান্না আজও ভারী করে রেখেছে গোটা এলাকার মানুষকে।
পরিবারের একমাত্র আশ্রয় হয়ে উঠেছে নবজাতকের বাবা। তবে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ টাকার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুধ, ওষুধ, শিশুখাদ্য—সব মিলিয়ে পরিবারের আর্থিক টানাপোড়েন দিন দিন আরও প্রকট হচ্ছে।
এমন করুণ বাস্তবতায় মানবতার হাত বাড়িয়ে দেয় তেতুলিয়া উপজেলা ছাত্রদল। তারা নবজাতকের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে, রাজনীতি কেবল আন্দোলন-সংগ্রামের জন্য নয়, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্যও। সংগঠনটির পক্ষ থেকে শিশুটির জন্য আনা হয়েছে বায়োমিল, সেরেলাকসহ বিভিন্ন শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। প্রায় এক মাস চলার মতো এই সরঞ্জাম দিয়ে তারা আশ্বাস দিয়েছেন, শুধু আজ নয়, ভবিষ্যতেও শিশুটির পাশে সবসময় থাকবে তারা।
ছাত্রদল নেতারা জানান—
এই শিশুটি আমাদের সন্তানসম। জন্মের মুহূর্তেই সে মায়ের স্নেহ হারিয়েছে—এটা কল্পনাতীত বেদনা। আমরা চাই সে ভালো পরিবেশে বেড়ে উঠুক, পড়াশোনা করে মানুষ হোক এবং বড় হয়ে তার বাবার শক্ত ভরসা হয়ে দাঁড়াক। তার যত প্রয়োজন আমরা পূরণ করার চেষ্টা করব।”
মানবিক এই মুহূর্তে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হামিদুল হাসান লাবু, তেতুলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল , তেতুলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নাঈম ইবনে সিরাজ, তেতুলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য নিখিল হাসান নাঈম, ভজনপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব হাসান, সাধারণ সম্পাদক অলি খান শিথিল , সহ স্থানীয় ছাত্রদল ও যুবদলের আরও অনেক নেতৃবৃন্দ।
তাদের ভাষ্য অনুযায়ী, তারেক রহমানের নির্দেশে এবং পঞ্চগড়-১ আসনের ব্যারিস্টার নওশাদ জমির এর সার্বিক তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানান, শুধুমাত্র এ নবজাতকই নয়, এলাকার যত অসহায়, দরিদ্র ও অভাবী মানুষ আছে, তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবে ছাত্রদল।
এই ছোট্ট শিশুটি হয়তো জানে না পৃথিবীর আলো দেখেই সে মায়ের ছায়া হারিয়েছে। তবে তেতুলিয়া উপজেলা ছাত্রদলের এই মানবিক উদ্যোগ হয়তো সেই শূন্যতার কিছুটা হলেও পূরণ করবে। আর এই উদ্যোগ প্রমাণ করে—মানবিকতার রাজনীতি মানুষের চোখে সর্বদাই শ্রদ্ধার আসনে থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।