গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেট জেলা এলজিইডি কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বেলা ৩টায় উপজেলা পরিষদ হলরুমে গোয়াইনঘাট উপজেলা কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য আমির উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কন্টাক্টর লুৎফুর রহমান।
প্রধান অতিথীর বক্তব্য রাখেন,সিলেট জেলা কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মাহমুদুল হোসেন তোফা প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম এবং উপদেষ্টা বাবু রাখাল দে, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমদ,সহ-সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা কন্টাক্টর ওয়েলফেয়ার এসাসিয়েশনের সদস্য এম এ মতিন, লোকমান উদ্দিন,আব্দুল জব্বার,ফারুক আহমদ,সিরাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য গোয়াইনঘাট উপজেলা কন্টাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি এম এ মতিন সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদের নাম ঘোষণা করা হয় এবং আগামী ৩০ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কন্টাক্টরগণ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।