মোঃ মোবারক হোসেন:দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ি সদরের সিঙ্গীনালায় স্কুলছাত্রী নির্যাতনের প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ডাকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে ।
চেঙ্গী ব্রীজসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশনসহ কয়েকটি সংগঠন । অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহর কেন্দ্রিক কিছু যানবাহন চলাচল করেছে ।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অভিযুক্ত শয়ন শীলকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে ।
এর আগে বুধবার সন্ধ্যায় বিক্ষোভ সমাবেশ থেকে ২৫ তারিখ আধাবেলা অবরোধ কর্মসূচি ও তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ঘোষণা দেওয়া হয় ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।