মোঃ মেহেদী হাসান রানা (ঢাকা প্রতিনিধি)
বিষয়টি তার প্রতিবেশী প্রবাসি সুমন খলিফা শৌলজালিয়া রক্তের বন্ধনের অনলাইন গ্রুপে তুলে ধরেন। তিনি মহিলাটির প্রাথমিক চিকিৎসা ব্যয় বহন করেন। বিষয়টি অবগত হওয়ার পর শৌলজালিয়া রক্তের বন্ধন এর সভাপতি আলামিন সিকদার ও সাধারন সম্পাদক তনবিন হোসেন আলিফ সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিক কিছু আর্থিক সহযোগিতা ফল ও দুই ব্যাগ (ও+) রক্তের ব্যবস্থা করেন এবং তারা জানায় কাঠালিয়ার সকল বিত্ত বানদের উচিৎ ভুক্তভোগী পরিবার এর পাশে দাড়ানো।
যদি কেউ আর্থিক সহযোগীতার মাধ্যমে পরিবারটির পাশে দাড়াতে চান শৌলজালিয়া রক্তের বন্ধনের মাধ্যমে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন।
সংগঠনের সাধারন সম্পাদক তানবিন হোসেন , ও আলিফ জানায় পরিবারটি কোন প্রকার সরকারি সহযোগীতা পাচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর বিষয়টি আমলে নিলে হয়তো পরিবারটির মুখে হাসি ফুটবে।বেঁচে যেতে পারেন মোসাঃ ছাবিনা বেগম ( ২৮) জীবন
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।