মো. তাজমিনুর রহমান স্টাফ রিপোর্টার, (মৌলভীবাজার)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অংশ হিসেবে র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি (পি) সিলেট বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ সেপ্টেম্বর ২৫) শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম রামকৃষ্ণ মিশন রোড সহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং উপস্থিতদের মাঝে মিষ্টি ও পানি বিতরণ করেন।
উইং কমান্ডার তাজমিনুর রহমান জানান, দুর্গাপূজার সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৯ এর টহল তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহলের পাশাপাশি বোম্ব ডিসপোজাল টিম ও রিজার্ভ ফোর্স সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, পূজার সময় কোনো ধরনের গুজব বা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে র্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
জানা গেছে, এর আগে র্যাব-৯ এর অধিনায়ক ২৪ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলার দুর্গাবাড়ি ও প্রত্যন্ত অঞ্চলের পূজামণ্ডপ, ২৯ সেপ্টেম্বর সিলেট জেলার রামকৃষ্ণ মিশন (নাইওরপুল পয়েন্ট), এবং আজ সকালে হবিগঞ্জের চৌধুরীবাজার রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
পূজার সময়জুড়ে র্যাব-৯ এর এই নিরাপত্তা জোরদার কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।