মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বিদেশে ভালো চাকরি দেওয়ার নাম করে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি মানব পাচার চক্র। চক্রের খপ্পরে পড়ে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক ভুক্তভোগী। এ বিষয়ে মোকাম বিজ্ঞ রায়গঞ্জ থানা আমলী আদালত সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী এনামুল হক। যাহার মামলা নম্বর-পিটি-১৫০/২৫ রায়, তারিখ: ২৮.০৪.২০২৫ইং।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের বেল্লাল হোসেনের পুত্র এনামুল হককে কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেয় সক্রিয় মানব পাচার চক্রটি। তাকে বিদেশে ৫০ হাজার টাকা মাসিক বেতনে চাকরি দেওয়ার কথা বলে তারা।
এদিকে প্রতারক চক্রের আশ্বাসে সরল বিশ্বাসে এনামুল হক সহায়-সম্পদ বিক্রি করে ২০২৩ সালের ২১ নভেম্বর থেকে শুরু করে ২০২৫ সালের ২৭ আগষ্ট পর্যন্ত মানব পাচার চক্রের সদস্য একই উপজেলার খোকসা হাট গ্রামের আব্দুল আজিজের পুত্র মোতালেবকে নগদ ৬ লাখ ৫০ হাজার টাকা দেন।
প্রতারণার শিকার এনামুল হকের বাবা বেল্লাল হোসেন বলেন, গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে মানব পাচার চক্রের সদস্য মোতালেব জানায় এনামুল হকের ভিসা এসেছে। কিন্তু প্রথমে আমাদের কে ভিসা দেখানো হয়নি। আমার ছেলে এনামুল হককে সৌদি আরব যাওয়ার জন্য ২৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে দিয়ে চলে যায় মানব পাচার চক্রের সদস্য মোতালেব। সৌদি আরব যাওয়ার পর কাজ পাইয়ে দেয়ার কথা বলে আবারো ১ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভূয়া ভিসা দেয়ার কারণে আমার ছেলেকে সৌদি পুলিশ গ্রেফতার করে। পুলিশের সাজা শেষে আমার ছেলে গত ০৫ আগষ্ট ২০২৫ তারিখে বাংলাদেশে ফেরত আসে।
ভুক্তভোগি এনামুল হক জানন, সৌদি আরবে মোতালেবের আস্তানায় গিয়ে বুঝতে পারি আমরা চক্রের প�
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।