সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আবদুর রহিম (চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ বৃহস্পতিবার ২ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব এর এস রহমান হলে চট্টগ্রাম সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে চট্টগ্রামের ৭১টি বৌদ্ধ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে স্বেচ্ছাসেবক কার্ড ও উপহার সামগ্রী প্রদান করা হয়। আসন্ন বৌদ্ধ ধর্মালন্বীদের এই ধর্মীয় অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করে উদযাপন করতে স্বেচ্ছাসেবক কার্ড ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ( দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) শওকত আজম খাজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া। এতে আরো কমল জ্যোতি বড়ুয়া, সজল বড়ুয়াসহ চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।