
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত “নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা: ২০২৫” শুক্রবার (৩ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সূচিতে উপস্থিতি, নামাজ ও মধ্যাহ্নভোজনের পর উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আমীর জনাব মোঃ মাসুক মিয়া। পরে দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মাওলানা খালেদ আহমদ।
এ সময় কেন্দ্রীয় কমিটির ১৩ দফা নির্বাচনী কাজ উপস্থাপন করেন জেলা সেক্রেটারি জনাব মোঃ ইয়ামীর আলী। সংসদীয় আসন মৌলভীবাজার-০৪ থেকে এমপি পদপ্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রব “নমিনির সফর প্রত্যাশা ও প্রাপ্তি” বিষয়ে বক্তব্য রাখেন।
“নির্বাচনী কাজে ছাত্র ও যুবকদের ভূমিকা” শীর্ষক আলোচনা করেন জেলা আমীর জনাব ইঞ্জিনিয়ার শাহেদ আলী। কর্মশালার প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর জনাব মোঃ ফখরুল ইসলাম। তিনি নির্বাচনী দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যের পর বিকাল ৫টায় ভানুগাছ বাজারে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যক্ষ মাসুক মিয়া,সিলেট মহানগর জামায়াতের রুকন মোঃ কামাল মিয়া,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ মনসুর আলী প্রমুক।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।