সানাউর রহমান.স্টাফ রিপোর্টার:
নওগাঁর সাপাহার উপজেলায় গাজায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'র ত্রাণবাহী নৌবহরে ইসরাইলি হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বাদ জুমা উপজেলা জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে ইত্তেহাদুল উলামা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ আব্দুল্লা হাবিবি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, মাওলানা জিয়াউল হক, মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা মিনারুল ইসলাম, মাওলানা রাশেদ, মাওলানা কাওসার, মুফতি এনামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও তাওহীদি জনতা।
সমাবেশে বক্তারা ইসরাইলকে মানবতা বিরোধী ও সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলেন—
ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পাশে দাঁড়াতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
এছাড়াও বক্তারা ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেন।
অনুষ্ঠানের শেষ বিশ্ব মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।