মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)
নোয়াখালীর মাইজদীতে শুক্রবার জুম্মা নামাজের পর নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে ব্যাপক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র আন্দোলনকারীরা এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
দুপুরে মাইজদীর প্রধান সড়কে সড়ক অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চলাচলে ব্যাপক ভোগান্তি হয় স্থানীয়দের।
‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা দাবি জানান, নোয়াখালীকে কুমিল্লা বিভাগের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই সিদ্ধান্ত নেয়ার আগে কোনো গণশুনানি বা স্থানীয়দের মতামত নেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, “নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লাকে একত্র করে একটি নতুন ‘নোয়াখালী বিভাগ’ গঠন করতে হবে। অন্য কোনো জেলার নামে বিভাগ ঘোষণাকে আমরা কখনো মেনে নেব না।”
সমাবেশে আরও বলা হয়, নোয়াখালীর জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নেয়ার পর এটি স্বতন্ত্র বিভাগ হওয়া উচিত। তারা প্রশাসনিক দুরত্ব, সেবা প্রদানে অসুবিধা এবং ন্যায়সংগত অধিকার বাস্তবায়নের জন্য দ্রুত এই দাবি পূরণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
বিকেলে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা স্লোগান দিয়ে তাদের দাবিকে জোরালো করেন।
আন্দোলনকারীরা ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে তাদের দাবি মানা না হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘ সময়ের জন্য অবরোধ করা হবে।
এই কর্মসূচি স্থানীয় জনমানসে নোয়াখালী বিভাগের দাবিকে নতুন মাত্রা দিয়েছে এবং প্রশাসনের প্রতি চাপ সৃষ্টি করেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।