মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার পত্নীতলা( নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় স্বেচ্ছাসেবী সংগঠন চকদোচাই -বামনাবাজ পরিবারের উদ্যোগে নজিপুর ইউনিয়নের বাবনাবাজ মাদ্রাসা মাঠে একদিনের মিনি-বার ফুটবল অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ কাজেম উদ্দিন
দলিল লেখক (এস,আর অফিস পত্নীতলা নওগাঁ)
৪ সেপ্টেম্বর উপজেলার বাবনাবাজ মাদ্রাসা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ৮টি দল অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডে নক আউট পর্বে উদ্বোধনী ম্যাচে গগনপুর স্পোর্টিং ক্লাব নজিপুর নতুনহাট দলকে পরাজিত করে
দ্বিতীয় খেলায় রাজশাহী ইয়াং স্টার ক্লাব খান্দইকে পরাজিত করে
তৃতীয় খেলায় মধইল চকমহেশ
সুলতানপুর পরাজিত করে।
চতুর্থ খেলায় সাপাহার ফুটবল টিম নজিপুর ছোট চাঁদপুর কে পরাজিত করে। মাঠে দর্শক কানায় কানায় পূর্ণ কোথাও তিল পরিমাণ জায়গা নেই।
সেমি ফাইনালে ৪টি দল উত্তীর্ণ হয়। সেমিফাইনালে প্রথম ম্যাচ গগনপুর বনাম মধইল চকমহেশ শুরু হলে হাঁফ টাইমের পর প্রাকৃতিক ঝড়-বজ্র -বৃষ্টি শুর হলে খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মাঠে খেলা শুরু করা সম্ভব না হলে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে খেলা দেওয়ার ঘোষণা দিলে দূর দূরান্ত থেকে আগত ৪টি দল অপারগতা প্রকাশ করলে তৎক্ষণাৎ কমিটির সিদ্ধান্ত মোতাবেক খেলার প্রাইজ মানি ৪ টি দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
উক্ত খেলায় উপস্থিত ছিলেন মোঃ কাজেম উদ্দিন,মোঃ শহিদুল ইসলাম,মোঃ মোজাফ্ফর সরদার, মোঃ আঃ মান্নান ,মোঃ রেজাউল করিম আলহাজ্ব মোঃসুলতান আলী,মোঃ শাহজাহান আলী,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নূরুল ইসলাম খোদাদাদ,মোঃ কছির উদ্দীন,মোঃ মোস্তাফিজুর রহমান (শামীম), শ্রীঃ নিরঞ্জন চন্দ্র মন্ডল,শ্রীঃ সনজিত চন্দ্র দাস ,ডাঃ মোঃশামসু্দ্দীন (শমসের) ,মোঃ নজরুল ইসলাম,মোঃ আব্দুল গাফ্ফার ,মোঃ মোজাফ্ফর, রহমান,মোঃ নছির উদ্দীন,মোঃ বাবুল হোসেন,মোঃ নজরুল ইসলাম (রাজধানী ইলেকট্রনিকস) মোঃ আজিজার রহমান (ইউপি সদস্য),মোঃ জিয়ার উদ্দিন মন্ডল,মোঃ সামসুল হক
শ্রীঃ অনিল চন্দ্র মন্ডল, শ্রীঃ রনজিত চন্দ্র মন্ডল (সাবেক ইউপি সদস্য), ডাঃ বিমল চন্দ্র মন্ডল, শ্রীঃ সুনিল চন্দ্র শ্রীঃ শিতেশ চন্দ্র ,মোঃ আম'জাদ হোসেন
মোঃ রফিকুল ইসলাম (মিনি পাড়া),মোঃ রহমতুল্লাহ ,মোঃ সাজেদুর রহমান (রোস্তম),মোঃ ফিরোজ আলী
মোঃ মাসুদ রানা (পলাশ),মোঃ আবুহাসান আলী,মোঃ আব্দুর সবুর (লেলিন) মোঃ আরিফুল ইসলাম (চকদোচাই) মোঃ সাইফুল (বাবনাবাজ) মোঃ আমিনুল ইসলাম
মোঃ রকেট, মোঃ জাহাঙ্গীর আলম
মোঃ মাসুম রেজা ফাহিম, মোঃ সৈকত
মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মাসুদ রানা (সুমন),মোঃ আব্দুর রব (সুইট)
মোঃ গোলাম রাব্বানী,মোঃ বেলাল হোসেন ( বিদ্যুৎ),মোঃ আমিনুল ইসলাম ,মোঃ কনক কিবরিয়া মোঃ শিহাব রহমান, মোঃ তারেক
মোঃ রাসেল ব্যাবসায়ী ,মোঃ আবু ফাত্তাহ সাকিব,মোঃ আতারাব্বী
মোঃ ইমরান হোসেন ,মোঃ মাহমুদ হাসান আপেল,মোঃ কাজল
মোঃ জুলফিকার আলী ,মোঃ রুবেল
মোঃ সজল,মোঃ রাসেল (উত্তর পাড়া)
মোঃ নাহিদ হাসান,মোঃ মেহেরাব হোসেন,মোঃ আরমান আলী মোঃ নাজমুস সাকিব ,মোঃ আবু রায়হান
মোঃ রাকিবুল,মোঃ সাব্বির মোঃ আলামিন ,মোঃ এনামুল ,মোঃ সুমন (ইসলামিক ক্লিনিকে) মোঃ সফিকুল ইসলাম (রানা ),মোঃ মিজানুর রহমান (রাঙ্গা) ,মোঃ আবু কাওছার ,মোঃ মাহাবুর রশিদ,মোঃ রায়হান হোসাইন রবি,মোঃ সোহেল রানা ,মোঃ আবদুল্লাহ আল (নোমান )মোঃ সাইফুল্লাহ মনির মোঃ আশিক,(মাদ্রাসা পাড়া)মোঃ আরিফুল (মাদ্রাসা পাড়া) ,মোঃ ফরিদুল (মাদ্রাসা পাড়া)
মোঃ মোস্তাকিম (মাদ্রাসা পাড়া),মোঃ সাকিব (মাদ্রাসা পাড়া) ,মোঃ আরিফুল (মাদ্রাসা পাড়া),মোঃ রাজু আহমেদ
মোঃ মামুন/মাদ্রাসা পাড়া,মোঃ আসলাম (মাদ্রাসা পাড়া) ,মোঃ হযরত আলী (সনি),মোঃ সেলিম ,মোঃ জিহাদ হোসেন,মোঃ শাহরিয়ার নাজিম মোঃ কবির,মোঃ মিনহাজুল ইসলাম
মোঃ মেহেরাব,সুব্রত কুমার ,রেন্টু কুমার ,নিতাই চন্দ্র, সৌরভ কুমার,
বিপুল কুমার, কনক চন্দ্র মন্ডল,টগর কুমার,অনন্ত, বিপ্লব, প্রকাশ কুমার, অপু,সজল,বিজয় বর্মন প্রমোখ
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।