বিশ্বনাথ প্রতিনিধি
সংবাদ প্রকাশের জেরে দৈনিক ইনকিলাবের সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকরা। রবিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া ব্রিজের উপরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, তাদের উপর হামলা-মামলা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। এসব কর্মকান্ড স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ প্রকাশের জেরে সিলেট আদালতে ইনকিলাবের সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতার বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্য প্রণোদিত। দ্রুত এ মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে যাবেন বিশ্বনাথের সাংবাদিকেরা।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আক্তার আহমদ শাহেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক রূপালী বাংলাদেশের সিলেট ব্যুরো প্রধান সালমান ফরিদ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, বর্তমান আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এমআর টুনু তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, জামাল মিয়া, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুস সালাম মুন্না, আহমদ আলী হিরন, প্রাথমিক সদস্য সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, শিক্ষানবীশ সদস্য মোস্তাক আহমদ মোস্তফা, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শুকরান আহমদ রানা, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবীশ সদস্য আফজল মিয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কার্যকরী সদস্য কামরুল আশিকী, সদস্য কামরুল হাসান, তৌফিকুর রহমান হাবিব, মো. আব্দুল্লাহ, আরকুম আলী ও আবিদ উদ্দিন নিজাম প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের জেরে গত ২৯ সেপ্টেম্বর পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামকে অভিযুক্ত করে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে অ্যাডভোকেট শামীম আহমদ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।